সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত


300 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
অক্টোবর ৯, ২০২২ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

আসাদুজ্জামান ::

সাতক্ষীরার কালিয়ানী খৈতলা সীমান্তের বিপরীতে ভারতীয় বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে। রোববার ভোর রাত ৪টার দিকে সদর উপজেলার কালিয়ানী খৈতলা সীমান্তের বিপরীতে ভারতের কৈজুরী এলাকায় এই ঘটনা ঘটে। তার সঙ্গীসহ স্বজনরা তাকে সীমান্ত থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ও পরে খুলনা সার্জিকাল হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়েছে। তবে, বিএসএফ তাদের সীমান্তের কোন গোলাগুলির ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বিজিবিকে।
নিহত যুবকের নাম মোঃ হাসানুর রহমান (২৭)। সে সাতক্ষীরা সদর উপেজলার দক্ষিণ কুশখালী গ্রামের মোঃ হায়দার আলীর ছেলে।
নিহতের পিতা হয়দার আলী জানান, বিনাপাসপোর্টে তার ছেলে হাসানুর রহমান কয়েকদিন আগে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে অত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। রোববার ভোর রাত ৪টার দিকে একইভাবে কয়েকজন সঙ্গীর সাথে ভারতের কৈজুরী সীমান্ত পার হয়ে দেশে ফিরছিল। পথিমধ্যে ভারতের কৈজুরী ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে হাসানুর বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। এসময় তার সঙ্গীরা তাকে উদ্ধার করে সকাল ৬টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হতে থাকলে কর্তৃব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় রেফার্ড করেন। এরপর সকাল সাড়ে ৭টার দিকে খুলনা সার্জিকাল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষনা করেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আশরাফুল ইসলাম জানান, হাসানুরের পেটের ডান দিকে গুলিবিদ্ধ হয়। তবে খুলনায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়েছে।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, বিষয়টি লোকমুখে শুনার পর সীমান্তের পতাকা বৈঠকের আহবান করা হয়েছে। তবে, ভারতীয় বিএসএফ’র পক্ষ থেকে জানানো হয়েছে তাদের সীমান্তে কোন গোলা গুলির ঘটনা ঘটেনি।

তিনি আরো জানান, মরদেহের ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার তার মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

#