
সাতক্ষীরা সীমান্ত হতে ৯০৭ মিটার ভারতীয় থান কাপড়, ৬৬০ টি ভারতীয় শাড়ী, ৪৫০ কেজি ভারতীয় জিরা, ১,০০,০০০
টি ভারতীয় গলদা চিংড়ী, ২৯৫০ কেজি লবণ, ৩০ কেজি ভারতীয় ষ্টীল, ৪৯৭ কেজি ভারতীয় কাঁচা মরিচ এবং ৭২ বোতল
ভারতীয় মেডিসিন উদ্ধার।
অদ্য ১৩ মে ২০১৬ তারিখ ৩৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ তলুইগাছা, কাকডাংগা, ঝাউডাংগা, মাদরা, হিজলদী
এবং চান্দুরিয়া বিওপি কর্তৃক সীমান্তের বিভিনড়ব স্থানে অভিযান চালিয়ে ৯০৭ মিটার ভারতীয় থান কাপড়, ৬৬০ টি ভারতীয়
শাড়ী, ৪৫০ কেজি ভারতীয় জিরা, ১,০০,০০০ টি ভারতীয় গলদা চিংড়ী, ২৯৫০ কেজি লবণ, ৩০ কেজি ভারতীয় ষ্টীল
৪৯৭ কেজি ভারতীয় কাঁচা মরিচ এবং ৭২ বোতল ভারতীয় মেডিসিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক
মূল্য ৩৭,২৯,৯৫০/- টাকা।
প্রেস বিজ্ঞপ্তি