
ইব্রাহিম খলিল : ভারত থেকে অবৈধ ভাবে আনা ৫১ কেজি রুপার গহনা আটক করেছে বিজিবি সদস্যরা। রোববার ভোরে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে টহলরত বিজিবি সদস্যরা পরিত্যাক্ত অবস্থায় রুপার গহনাগুলো আটক করে। আটককৃত রুপার গহনার মুল্যে প্রায় ২৫ লাখ টাকা।
সাতক্ষীরা ৩৮ বিজিবির কমান্ডিং অফিসার মেজর নজির আহমেদ বকশী সংবাদ সম্মেলন করে জানান, অনেকদিন ধরে একটি পাচারকারি চক্র ভারত থেকে অবৈধভাবে সোনা বা রুপার গহনা বাংলাদেশে নিয়ে আসছিল। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা কাকডাঙ্গা সীমান্তে অভিযান চালায় সেখান থেকে ৫১ কেজি রুপার গহনা আটক করে। এ সময় কোন চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।