
আব্দুর রহিম ::
সাতক্ষীরা সেলুন মালিক সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাতক্ষীরা জেলা সেলুন মালিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ভৈরব দাশের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সেলুন মালিক সমবায় সমিতি লিমিটেডের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা সমবায় অফিসার হাসান মাহমুদ, সদর উপজেলা সমবায় অফিসার শরিফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মীর মোশারফ হোসেন মন্টু, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, আইন উপদেষ্টা এড. আল মাহমুদ পলাশ, উপদেষ্টা আব্দুল আনিছ খান চৌধুরী বকুল, মো. আবুল হোসেন ও অশোক মজুমদার প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সেলুন মালিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক সুবল বিশ্বাস, যুগ্ম সম্পাদক সুকুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রাজ কুমার বিশ্বাস, দপ্তর সম্পাদক সঞ্জীব বিশ্বাস, প্রচার সম্পাদক পরিমল বিশ্বাস। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কার্যকরী সদস্য যাদব বিশ^াস।
##