
আব্দুর রহিম :
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) দেশের ক্রীড়ার মানোন্নয়নের লক্ষ্যে সকল জেলা থেকে তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রমে ক্রীড়া মেধা বাছাই করার ব্যবস্থা গ্রহন করেছে, সে লক্ষ্যে শনিবার সকালে সাতক্ষীরা ষ্টেডিয়ামে ১৭টি ইভেন্টে ক্রীড়া প্রতিভা বাছাই সম্পন্ন হয়েছে। ১) এ্যাথলেটিক্স, ২) বক্সিং, ৩) ক্রিকেট, ৪) ফুটবল, ৫)হকি, ৬) শ্যুটিং, ৭)সাঁতার, ৮) তায়কোয়ান্ডো, ৯) টেবিল টেনিস ১০) টেনিস, ১১) ভলিবল সহ ১৭ ইভেন্ট ক্রীড়া সমূহের অনূর্ধ-০৮ হতে অনূর্ধ-১৪ বছরের ছেলে-মেয়েদের প্রশিক্ষনের জন্য বাছাই ও নির্বাচন করা হবে। এসময় উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত বিকেএসপি’র কর্মকর্তা এ্যাথলেটিক্স এর চীফ কোচ আব্দুল জব্বার, কোচ ফুটবল আব্দুল মতিন বিদ্যুৎ, কোচ হকি মৌদুদুর রহমান শুভ, কোচ সাঁতার সাঈদ আহম্মেদ, কোচ উশু সালমান এল রহমান, কোচ ক্রিকেট মোঃ সালাউদ্দীন, কোচ শুটিং শারমিন রহমান, কোচ ক্রিকেট মহিলা ডলি ডে, কোচ টেবিল টেনিস ধনঞ্জয় তীর্থ, এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ট্রেজারার সাইদুর রহমান শাহীন, ক্রিকেট সম্পাদক শেখ আব্দুল কাদের, মোঃ আলতাফ হোসেন, মুফাচ্ছিনুুল ইসলাম তপু, খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ। সারা দেশের ন্যায় সাতক্ষীরাতে বাছাই সম্পন্ন হওয়ায় পরবর্তীতে মেধা অনুযায়ী ক্যাম্পে প্রশিক্ষণের মাধ্যমে সিলেকশন করা হবে।