
স্টাফ রিপোর্টার ::
আগামী ৩০ ডিসেম্বর ১১তম জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর-২ আসন থেকে জাতীয়পার্টির প্রার্থী সাতক্ষীরা জেলা জাতীয়পার্টিও সভাপতি শেখ আজহার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে দুপুর ১টার সময় সাতক্ষীরা জেলা জাতীয়পার্টির নেতৃবৃন্দদের সাথে নিয়ে সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এর হাতে মনোনয়ন পত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু,সহ সভাপতি নুরুল ইসলাম, সদর উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আনোয়ার , জাহিদ, তপন, এ্যাড. মিজানুর রহমান, জেলা যুবসংহতির সভাপতি সাখাওয়াতুল করিম পিটুল, জাতীয়পার্টির নেতা শেখ নাঈম, কাজী আবুতাহের, ছাত্রনেতা কারিমুজ্জামান হিমেল, আকরামুল ইসলাম, বদরুজ্জামান বদু প্রমুখ।
##