সাতক্ষীরা-৩ আসন পুনর্বহালের দাবিতে নলতায় মানববন্ধন


1016 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরা-৩ আসন পুনর্বহালের দাবিতে নলতায় মানববন্ধন
মার্চ ২২, ২০১৮ কালিগঞ্জ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

সোহরাব হোসেন সবুজ, নলতা:
নির্বাচন কমিশন সদ্য ঘোষিত ৩৮টি সংসদীয় আসনের সীমানা পুর্ণনির্ধারণ সংক্রান্ত প্রস্তাবনার বিপক্ষে আপত্তি জানিয়ে ও সাতক্ষীরা-০৩ (দেবহাটা, আশাশুনি ও কালিগঞ্জ আংশিক) আসনের পূর্বের সীমানা বহালের দাবিতে বৃহস্পতিবার কালিগঞ্জ উপজেলার আংশিক চার ইউনিয়নের আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠন নলতাসহ ৪টি ইউনিয়নে পৃথকভাবে মানববন্ধন করেছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১৪ মার্চ ১৬টি জেলার ৩৮টি সংসদীয় আসন পরিবর্তন এনে খসড়া চূড়ান্ত করে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে এই তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। উক্ত ৩৮টি আসনের মধ্যে আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত সাতক্ষীরা-০৩ এবং শ্যামনগর ও কালিগঞ্জের অবশিষ্ঠ ৮টি ইউনিয় নিয়ে গঠিত সাতক্ষীরা-০৪ আসনের সীমানা পুর্ণনির্ধারণ করে আশাশুনি ও দেবহাটা উপজেলা নিয়ে সাতক্ষীরা-০৩ এবং কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা নিয়ে সাতক্ষীরা-০৪ আসন পুর্ণগঠনের প্রস্তাব করা হলে পূর্বের সীমানা বহালের দাবিতে কালিগঞ্জ উপজেলার চম্পাফুল, তারালী, ভাড়াশিমলা ও নলতা ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন পৃথকভাবে মানববন্ধন করে।
এদিকে বর্তমানে শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নের ভোটার সংখ্যা ২,৫৮,৪৫৮ জন। অপরদিকে কালিগঞ্জের ৮টি ইউনিয়নের ভোটার সংখ্যা ১,৪৩,১৯৪ জন। বর্তমান সাতক্ষীরা-০৪ আসনের মোট ভোটার ৪,০১,৬৫২ জন। এর সাথে কালিগঞ্জের আরো ৪টি ইউনিয়ন যুক্ত হলে এই আসনের ভোটার বাড়বে ৭৮,২৮৯ জন। অর্থাৎ মোট ভোটার হবে ৪,৭৯,৯৪৮ জন।অপরদিকে আশাশুনির ১১টি ইউনিয়নের বর্তমান ভোটার ২,১৪,৬৩০ জন। আর দেবহাটার ৫টি ইউনিয়নের ভোটার রয়েছে ৯৭,৯৭৯ জন। অর্থাৎ প্রস্তাবিত-০৩ আসনের ভোটার হবে ৩,১২,৫০৯ জন। সেক্ষেত্রে দুটি আসনের ভোটার ব্যবধান হবে ১,৬৭,৪৩২ জন। তাই উপজেলার অখন্ডতাকে প্রাধান্য না দিয়ে ভোটার ও জনসংখ্যা প্রাধান্য দিয়ে ২০০৮ সালের অর্থাৎ পূর্বের সীমানা বহাল রাখার দাবীতে কালিগঞ্জের উপজেলার আংশিক চার ইউনিয়নের সকল স্থরের মানুষ পৃথক পৃথকভাবে মানবন্ধন করেছে।
নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি শিক্ষক শামসুর রহমানের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ তারিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য এস.এম আসাদুর রহমান সেলিম, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদ, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন পাড়।
মানববন্ধনে বক্তরা পূর্বের সীমানা বহাল রেখে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার জন্য প্রধান মন্ত্রী ও নির্বাচন কমিশনারের কাছে দাবি জানান। সংসদ সদস্য অবহেলিত এই এলাকায় অনেক উন্নয়ন করেছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পূর্বের সীমানা বহাল রেখে আবারও ডাঃ আফম রুহুল হক এমপিকে নির্বাচিত করে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহবান করেন।