সাফ জয়ী নারী ফুটবল দলের ডিফেন্ডার মাসুরাকে সংবর্ধনা দিল সাতক্ষীরা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন


253 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাফ জয়ী নারী ফুটবল দলের ডিফেন্ডার মাসুরাকে সংবর্ধনা দিল সাতক্ষীরা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন
অক্টোবর ২, ২০২২ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

ইয়ারুল ইসলাম ::

সাফ জয়ী নারী ফুটবল দলের অন্যতম ডিফেন্ডার মাসুরা পারভীনকে তার নিজ জেলা সাতক্ষীরায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পৃথক এই সংবর্ধনার আয়োজন করা হয়।
রোববার বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সংবর্ধনা দেয়া হয়। মাসুরা পারভিনের হাতে নগদ এক লাখ টাকা ও ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর। এসময় সাতক্ষীরা সদর আসনের জাতীয় সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এদিকে বেলা সাড়ে ১২ টায় সাতক্ষীরা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে সংবার্ধনা দেয়া হয় মাসুরা পারভিনকে। পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান মাসুরার হাতে নগদ ২৫ হাজার টাকা ও ক্রেস তুলে দেন।
সংবর্ধনা শেষে মাসুরা পারভীন বলেন, জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসের পক্ষ থেকে সংবর্ধনা পেয়ে আমি আপ্লুত। ভিষন খুশ আমার পরিবার। তিনি বলেন, ২০১৩-১৪ সালে আডমি ফুটবল মাঠে নেমেছি। সে সময় সাতক্ষীরায় মেয়েদের ফুটবল খেলা সহজ ছিলনা। অনেক প্রতিকুলতা পার করে আমি আজ প্রতিষ্ঠিত হয়েছি।
সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির জানান, মাসুরাকে সংবর্ধনা দিতে পেরে জেলা প্রশাসন আনন্দিত। মাসুরা পারভীন ও তার পরিবারের পাশে থাকার আশ^াস দিয়ে জেলা প্রশাসক বলেন, মাসুরা পারভিনের পরিবার সড়ক বিভাগের জমিতে বসবাস করে। তার বাড়িটি এই মুহুর্তে উচ্ছেদ করা হবে না। পাশে মাসুরার পিতার নামে ৮ শতক খাস জমি বন্দোবস্ত দেয়া হয়েছে। ওই মজিতে তারা বাড়ি করবে। একটু নীচু জমি হওয়ার বাড়ি বানাতে সমস্যা হচ্ছে। তবে জেলা প্রশাসন এ ব্যাপারে তার পরিবারক সহায়তা করবে।

#