
॥ শাহিদুর রহমান ॥
সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হকের স্ত্রী ইলা হক আর নেই।
বুধবার রাত ৯টা ৫৫ মিনিটের দিকে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, ১ পুত্র ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার রাতে ইলা হকের মৃত্যুর খবর শুনে সাতক্ষীরায় সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।