
অনলাইন ডেস্ক ::
ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাড়কে দ্রুতগামী গাড়ির ধাক্কায় দ্বীন ইসলাম (২৭) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি পেশায় বাসচালক ছিলেন। রোববার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
দ্বীন ইসলাম নোয়াখালীর সোনাইমুড়ি থানার নাটেশ্বর গ্রামের আবু সাইদের ছেলে। তিনি সাভার বাজার রোড এলাকায় থাকতেন।
সাভার থানার পরিদর্শক (তদন্ত) সওগাতুল আলম জানান, ভোরে বাসা থেকে গাড়ি বের করার জন্য রিকশায় চড়ে থানা রোডে যাচ্ছিলেন দ্বীন ইসলাম। পথে সাভার বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাড়কে দ্রুতগামী কোনো যানবাহনের চাপায় তার মৃত্যু হয়।