
ভয়েস অব সাতক্ষীরা ডটকমডেস্ক :
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর রায়কে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে ৭৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রায়টি বুধবার (২৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় এক নম্বরে রয়েছে।
এর মধ্যে শুধু ঢাকায় মোতায়েন করা হয়েছে ১০ প্লাটন বিজিবি।
মঙ্গলবার (২৯ জুলাই) দিনগত মধ্য রাতে বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মুহসীন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রায়কে কেন্দ্র করে কোনো গোষ্ঠী যেন আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে না পারে, সেই লক্ষ্যে সারা দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে।