
সালমান শাহ সবার প্রিয় নায়ক। তার অকাল মৃত্যুর আসল রহস্য উৎঘাটন করে সঠিক বিচার চান শিল্পী ঐক্য জোটের আহবায়ক, সাতক্ষীরার কৃতি সন্তান ও টিভি নাট্য পরিচালক জি.এম.সৈকত। বৃহস্পতিবার শাহবাগ জাদুঘরে আনন্দ বিনোদন স্টার এ্যাওয়াড অনুষ্ঠানে সালমান শাহের মা নীলা চৌধুরী উপস্থিত হয়ে সরকারের কাছে সালমানের হত্যার বিচার দাবী করেন। তিনি বলেন আমার সালমান আতœহত্যা করেনি। ও আতœহত্যা করতে পারে না। তাকে হত্যা করা হয়েছে। তার স্ত্রী সহ তার পরিবার এই হত্যা কান্ডের সাথে জড়িত। সালমানের সঠিক বিচার না হওয়া পর্যন্ত তার মা রাজপথে থেকে সংগ্রাম চালিয়ে যাবেন বলে জনিয়েছেন। শিল্পী ঐক্য জোটের পক্ষে জি.এম.সৈকত তার মায়ের পাশে থেকে আন্দোলনে শরীক হওয়ার একাতœা প্রকাশ করেন।
প্রেস বিজ্ঞপ্তি