সাড়ে ৩ মাস কারাভোগের পর কৈখালী সীমান্ত দিয়ে ৫৭ বাংলাদেশী জেলেকে ফেরত দিয়েছে বিএসএফ


654 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাড়ে ৩ মাস কারাভোগের পর কৈখালী সীমান্ত দিয়ে ৫৭ বাংলাদেশী জেলেকে ফেরত দিয়েছে বিএসএফ
মার্চ ১, ২০১৬ ফটো গ্যালারি শ্যামনগর
Print Friendly, PDF & Email

রাহাত রাজা :
দীর্ঘ তিন মাস ১৮ দিন ভারতে কারাভোগের পর ৫৭ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে সে দেশের বিএসএফ।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী এলাকার সীমান্ত নদী কালিন্দির জিরোপয়েন্টে ভারতের শমসেরনগর ক্যাম্পের বিএসএফ বাংলাদেশের কৈখালী বিজিবি ক্যাম্পের বিজিবি সদস্যদের কাছে তাদের হস্তান্তর করে।

ফিরে আসা জেলেদের সবারই বাড়ি কক্সবাজার ও নোয়াখালী জেলায় বিভিন্ন এলাকায়। এসময় জেলেদের ব্যবহৃত দুইটি নৌকাও হস্তান্তর করে বিএসএফ।

ফিরে আসা জেলে আব্দুল আমিন জানান, দীর্ঘ তিন মাস ১৮ দিন আগে ঘন কুয়াশার মধ্য দিয়ে তারা মংলা বন্দর সংলগ্ন এলাকার রায়পুর নদীতে মাছ ধরতে গিয়ে ভারতের অংশে ঢুকে পড়েন। এ সময় বিএসএফ তাদের আটক করেন।

DSC02151 copy

শ্যামনগরের কৈখালী বিজিবি ক্যাম্পের সুবেদার জসিমউদ্দিন ভয়েস অব সাতক্ষীরা ডটকমকে জানান, ভারতের কারাগারে থাকা ৫৭জন বাংলাদেশি জেলেকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ সময় ভারতের পক্ষে ৩ বিএসএফ ব্যাটালিয়নের এসি গিরিশচন্দ্র, শমসেরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকেশ চ্যাটার্জী, সুন্দরবন কোস্টাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান এবং বাংলাদেশের পক্ষে ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর আব্দুল্লাহ আল মামুন ও শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন উপস্থিত ছিলেন। ##