সিজারিয়ান সেকশন অপারেশন করার পর মাথা ব্যাথায় কি করবেন


624 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সিজারিয়ান সেকশন অপারেশন করার পর মাথা ব্যাথায় কি করবেন
মার্চ ১০, ২০১৮ ফটো গ্যালারি স্বাস্থ্য
Print Friendly, PDF & Email

*সিজারিয়ান সেকশন অপারেশন এর পর পর, বিশেষত প্রথম ৭ দিন অনেকেই মাথা ব্যাথার সমস্যায় ভোগেন।
এর প্রধান কারন পোস্ট ডুরাল পাংচার হেডেক(Post Dural Puncture Headache)
*প্রতিকার হিসাবে ৩ টি কাজ ভাল ফল দিতে পারে-
১.যথাসম্ভব কম নড়াচড়া করা ও মেরুদণ্ড সোজা রেখে বিশ্রাম নেওয়া।
২.প্রচুর পরিমানে খাবার স্যালাইন খাওয়া
৩.ব্যাথানাশক হিসাবে প্যারাসিটামল জাতীয় ঔষধ সেবন করা।

————-

লেখক :

ডাঃ সাইফুল্লাহ আল কাফি
এম বি বি এস,বি সি এস(স্বাস্থ্য)
মেডিকেল অফিসার,সদর হাসপাতাল, সাতক্ষীরা ।