
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
সিরিয়ার ফের বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৪৩ জন নিহত হয়েছে।
স্থানীয় সময় শনিবার দেশটির ইদলিব প্রদেশের মানাত আল নুম্যান শহরে এ হামলা চালানো হয়।
রোববার সিরীয় সিভিল ডিফেন্সের বরাতে আলজাজিরা জানায়, দেশটির রাজধানী দামেস্ক থেকে ২৯০ কিলোমিটার উত্তরের শহর মারাত আল-নুম্যানে চালানো এ হামলা অন্তত ৪৩ জন নিহত ও ১৫০ জন আহত হয়েছে।
তবে লন্ডন ভিত্তিক সিরিয়ান অবজারভেটোরি ফর হিউম্যান রাইটস জানায়, ইদলিব প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি সংগঠন আল নুসরা ফ্রন্টের কারাগার হিসেবে ব্যবহৃত একটি ভবনে এ হামলা চালানো হয়। এতে ২১ জন বেসামরিক লোক, ২৯ জঙ্গি ও সাত কারাবন্দি নিহত হয়েছেন।
গত ৩০ সেপ্টেম্বর আন্তর্জাতিক নিয়ম মেনে চলে এবং সিরিয়ার নির্বাচিত সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে ইসলামিক স্টেটকে (আইএস) লক্ষ্য করে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। ইতোমধ্যে দেশটির বিভিন্ন স্থানে একাধিক বার বিমান হামলা চালিয়েছে রাশিয়া