সিরিয়ায় হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান পোপ ফ্রান্সিসের


325 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সিরিয়ায় হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান পোপ ফ্রান্সিসের
এপ্রিল ২, ২০১৮ প্রবাস ভাবনা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
সিরিয়ায় হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। গতকাল রবিবার ভ্যাটিকান সিটিতে ইস্টার উৎসবের ভাষণে এ আহ্বান জানান তিনি। খবর লস এঞ্জেলস টাইমস।

পোপ বলেন, আমরা পবিত্র ভূমির (জেরুজালেম) জন্য সমঝোতার সুফল কামনা করছি। এখন সেখানকার সংঘর্ষ থেকে অসহায় মানুষ রেহাই পাচ্ছে না। ইয়েমেন ও মধ্যপ্রাচ্যের জন্যও শান্তি কামনা করছি। যেনো আলোচনা পারস্পরিক শ্রদ্ধাবোধ বিভাজন ও সহিংসতার উপরে স্থান পায়।