
সোহরাব হোসেন সবুজ, নলতা :
কালিগঞ্জের নলতা হাটের গ্রোথ সেন্টারসহ বিভিন্ন দোকানপাট নির্মাণ কাজ পরিদর্শন করলেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও কোষ্টাল ক্লাইমেট রিসাইলেন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ইন বাংলাদেশ (সিসিআরআইপি) এর কর্মকর্তাবৃন্দ। সোমবার বেলা ১১টার দিকে নলতা হাটের এ নির্মাণ কাজ তারা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শক দল নির্মাণ কাজের সঠিক তথ্য উপাত্ত জানা-বোঝার জন্য জনপ্রতিনিধি, জনসাধারন ও দোকানদার-বিক্রেতাদের নিকট সরাসরি কথা বলেন। তারা কর্মরত শ্রমিকদের সকল প্রকার সুবিধা অসুবিধার ব্যাপারে খোজখবর নেন। নির্মাণে কোন প্রকার অনিয়ম, দুর্নীতি হচ্ছে কি না সেগুলো দেখেন এবং সবশেষে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনে দাতা সংস্থার কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন পরিদর্শক দলের প্রধান রেজাউল করীম খান, পরিদর্শক দলের সদস্য জাহিদ আহমেদ, আর. সেন সুপ্তা, সহিদুল আলম এবং প্রজেক্ট প্ররিচালক লুৎফর রহমান। এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী সাহেদুর রহিম, নির্মাণ কাজের ঠিকাদার মো. আব্দুল্লা মোড়ল, হাবিবুর রহমান হাবু, পার্থ সোম, সাইফুল ইসলাম, নলতা ইউ.পি চেয়ারম্যান ও বাজার মনিটরিং কমিটির সদস্য আসাদুর রহমান সেলিম, মহিলা সদস্য স্বরস্বতি, সদস্য আশরাফ উদ্দীন খাঁ, ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক মো. আবুল হোসেন, ওয়ার্ড পুলিশিং কমিটির সাধারন সম্পাদক এমদাদ হোসেন, সাংবাদিক সোহরাব হোসেন সবুজ, আহাদুজ্জামান আহাদ প্রমূখ। এবং স্থানীয় দোকানদার, নির্মাণ কাজের শ্রমিকবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।