
অনলাইন ডেস্ক ::
প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল বলেছেন, গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে ভোট বাতিলের ঘটনার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেয়া হবে।এসময় নির্বাচনে সিসি ক্যামেরার ব্যবহারের ফলে ভোটকেন্দ্রে এখন সুষ্ঠু পরিবেশ ফিরে এসেছে বলেও জানান তিনি।
বুধবার সকালে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে একথা জানান।
এদিকে আজ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ শতাধিক স্থানীয় সরকার নির্বাচন চলছে।সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।