সুন্দরবনের চোরা মেঘনা থেকে তিন জেলে আটক


701 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সুন্দরবনের চোরা মেঘনা থেকে তিন জেলে আটক
মার্চ ৩১, ২০১৮ ফটো গ্যালারি সুন্দরবন
Print Friendly, PDF & Email

এস কে সিরাজ ::

সাতক্ষীরা রেন্জের পশ্চিম সুন্দরবনের চোরা মেঘনা নামক স্থান থেকে সাতক্ষীরা রেন্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা কে, এম কবির উদ্দীন ও স্মাট টিমের বুড়িগোয়ালিনী রেন্জের মোঃ বিল্লাল হোসনের নেতৃত্বে গত শুক্রবার সন্ধ্যায় আটক করে বুড়িগোয়ালিনী রেন্জ অফিসে আনা হয়।
রিপোর্ট লেখার আগ পর্যন্ত আটক জেলেদেরকে জেল হাজতে পাঠানোর প্রস্ততি চলছিল।
আটককৃত জেলেরা হলেন,শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাবুরা গ্রামের আসের উদ্দীন কাগুচীর ছেলে আজগর আলী(৫২), একই গ্রামের মোঃ জাকার আলী কাগুচীর ছেলে আবু তালেব মিন্টু (২৪) ও কয়রা উপজেলার হডডা গ্রামের মকবুল সরদারের ছেলে মাসুম সরদার (২৫)।
এদিকে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা কে, এম কবির উদ্দীন বলেন,বনবিভাগের অনুমতি পত্র ছাড়াই অবৈধ ভাবে সুন্দরবনে প্রবেশ করার অপরাধে তাদেরকে আটক করা হয়েছে।