সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ১৫ কেজি হরিনের মাংসসহ এক চোরাশিকারী আটক


189 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ১৫ কেজি হরিনের মাংসসহ এক চোরাশিকারী আটক
নভেম্বর ২, ২০২২ ফটো গ্যালারি সুন্দরবন
Print Friendly, PDF & Email

পলাতক-৩

আসাদুজ্জামান ::

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গেলাখালী এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি হরিনের মাংস, মাথা ও চামড়াসহ এক চোরাশিকারীকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। বুধবার দুপুরে বনবিভাগের বুড়িগোয়ালিনী ও কোবাতক বনস্টেশনের সদস্যরা শ্যামনগর উপজেলার গোলাখালী এলাকায় অভিযান চালিয়ে উক্ত চোরাশিকারীকে আটক করে।
আটক চোরাশিকারীর নাম আদম আলী। সে গোলাখালী গ্রামের জাফর আলী ঢালীর ছেলে।
বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন সংলগ্ন গোলখালী গ্রামে কয়েকজন চোরাশিকারী হরিনের মাংস বেচা-কেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার (এসও) নূরে আলমের নেতৃত্বে বনবিভাগের সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় সেখানে থেকে ১৫ কেজি হরিনের মাংস, মাথাও চামড়াসহ আদম আলী নামের এক চোরাশিকারীকে হাতে নাতে আটক করা হয়। বনবিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে এ সময় অপর তিন চোরাশিকারী আমিরুল ঢালী, তার দুই ছেলে মিনহাজ ঢালী ও মুন্না ঢালী নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ.কে.এম ইকবল হোসেন চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক চোরাশিকারীর বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরার আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, পলাতক অপর তিন চোরাশিকারীকে আটকের চেষ্টা চলছে।

#