
ডেস্ক রিপোর্ট ::
সুন্দরবনে চলাচল নিষিদ্ধ একটি পরিবহন ট্রলারসহ দুই মাঝিকে আটক করেছে স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা। শুক্রবার (২৩ নভেম্বর) ভোর ৬টার দিকে মুন্সিগঞ্জ বনস্টেশন অফিসার (এসও) জিয়াউর রহমানের নেতৃত্বে সদস্যরা বঙ্গোপসাগর সংলগ্ন বাহির মান্দারবাড়িয়া এলাকা থেকে ট্রলারটি আটক করা হয়। এসময় ট্রলারের দুই মাঝিকে আটক করে বন কর্মীরা।
আটককৃত দুই মাঝি হলেন-বাগেরহাট জেলার রামপাল থানার শ্রীফলতলা গ্রামের জাকির হোসেন শিকারীর ছেলে সফিকুল শিকারী ও ইব্রাহিম শেখের ছেলে রাসেল শেখ।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ. কে. এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে পরিবহন ট্রলার প্রবেশ নিষিদ্ধ। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে মাছ পরিবহণ করার সময় ট্রলারটিকে আটক করা হয়। আটক দুই মাঝিকে বন আইনে দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।