সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিণের মাংসসহ আটক ২


120 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিণের মাংসসহ আটক ২
মার্চ ৩০, ২০২৩ ফটো গ্যালারি শ্যামনগর সুন্দরবন
Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার ::

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে হরিণ শিকার চক্রের দুই সদস্যকে আটক করেছে বনবিভাগ। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে কোবাদক স্টেশনের আওতাধীন সাপখালী ভারানীর খাল থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের মৃত বেলায়েত গাজীর ছেলে মুজিবর গাজী (৫২) ও কুদ্দুস শেখের ছেলে ময়নুদ্দীন শেখ (৪২)। এসময় হরিণ শিকারের ফাঁদ, চারটি পা, একটি মাথাসহ রান্না করা মাংস জব্দ করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের কোবাতক স্টেশনের ইনচার্জ মো. ফারুক হোসেন জানান, নিয়মিত টহলের সময় বনের মধ্যে হরিণ শিকারের ফাঁদ দেখতে পায় বনবিভাগ। এ সময় আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। এর একপর্যায়ে রান্না করা মাংসসহ দুজনকে আটক করা হয়। বন আইনে মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।