
এস কে সিরাজ,শ্যামনগর :
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য এলাকার মাথাভাঙ্গা নদী থেকে শ্যামনগরের সুন্দরবন দুই গগ্রাম সংলগ্ন গ্রামের ৫ জেলেকে ৩ লাখ টাকার মুক্তিপণের দাবীতে বনদুস্য রেজাউল বাহীনি শুক্রবার দুপুরে অপহরণ কেরেছ বেল অিভেযাগ পাওয়া গেছে।
অপহৃত জেলারা হলো, উপজেলার পারশে খালী গ্রামের এমান আলী,একই গ্রামের ইব্রাহিম,আঃ সাত্তার,টেংরাখালী গ্রামের আজিজ গাজী,পদ্বাপুকুর গ্রামের আজগর আলী।
প্রসাশনের সহযোগিতা না নিয়ে পারিবারিক ভাবে অপহৃত জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানাগেছে। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ঘটনার সত্যতা শিকার করেছেন।