
ইব্রাহিম খলিল ::
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বনদস্যু নুর আলম বাহিনীর সদস্য মোমিন গাজীকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি তিন নদীর মোহনা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মোমিন সাতক্ষীরা সদর উপজেলার পার্শ্বেখালী গ্রামের মৃত হামিজ উদ্দীন গাজীর ছেলে।
এ বিষয়ে কোস্টগার্ডের কৈখালী ক্যাম্পের মেডিকেল অফিসার আমির হোসেন বলেন, চুনকুড়ি তিন নদীর মোহনায় বনদস্যু নুর আলম বাহিনীর সদস্যরা অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও বনদস্যু মোমিনকে আটক করতে সক্ষম হয় কোস্টগার্ড।
##