
আসাদুজ্জামান :
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মুক্তি পনের দাবিতে ২৫ জেলেকে অপহরণ করেছে বনদস্যু আলিম বাহিনীর সদস্যরা।
সোমবার সকাল ৮টার দিকে সুন্দরবনের গহীনে মামুন্দা নদীর কাঁকড়াখালি খালের মুখ থেকে ২৫ জেলেকে অপহরণ করা হয়। অপহৃত জেলেরা হচ্ছেন, টেংরাখালি গ্রামের পাগল গাজীর ছেলে রফিকুল(৩৮),যতিন্দ্রনগর গ্রামের মাওলা বকস্ গাজীর ছেলে আব্দুল মজিদ (২৮),একই গ্রামের মৃত্যু হাজরা লাল মন্ডলের ছেলে সন্নাসী (৩০), কেওড়াতলী গ্রামের আজম গাজীর ছেলে কওছার গাজী (৫৫), পার্শ্বেখালি গ্রামের সুলতান গাজীর ছেলে খোকন গাজী (২৫), কালাঞ্চিয়া গ্রামের জবেদ আলী গাজীর ছেলে আমিরুল (২৮) ও ভেটখালি গ্রামের জানু গাজীর ছেলে ফরিদ (৩৫)সহ ২৫ জন। এদের মধ্যে সাত জনের নাম পাওয়া গেলেও বাকী জেলেদের নাম পরিচয় পাওয়া যায়নি।
ফিরে আসা জেলে আমির চাঁদ গাজীর ছেলে এমান আলী, টেংরাখালি গ্রামের মৃত দাউত গাজীর ছেলে আজিজ ও পানখালি গ্রামের গোলাপ গাজীর ছেলে আতাহার জানান, সোমবার সকালে মামুন্দ নদীর কাঁকড়াখালি খালের মুখ থেকে মাছ ধরা ২১ জেলেকে মুক্তিপনের দাবীতে বনদস্যু আলিম বাহিনী অপহরণ করেছে। এ সময় তারা জন প্রতি ১৬ হাজার টাকা সহ মোট ৪ লাখ টাকার মুক্তিপন দাবি করেছে। দাবিকৃত টাকা ৩ দিনের মধ্যে না দিলে তাদের হত্যার হুমকি দিয়েছে। জেলেরা ,ভেটখালি কোস্ট র্গাড সদস্যদের কাছে অভিযোগ করেও কোন প্রতিকার পাননি বলে জানিয়েছেন।