
মিঠু বরকন্দাজ ::
বন বিভাগ পশ্চিম সুন্দরবনে সাতক্ষীরা রেঞ্জে স্মার্ট পেট্রল টিমের সদস্যরা সুন্দরবনে নিরাপত্তা টহল দেওয়ার সময় বনদস্যুদের ব্যবহৃত নৌকা আটক করেছে। বৃহসম্পতিবার ভোরের দিকে সুন্দরবনের মনষা খাল থেকে নৌকা আটক করার সময় স্মার্ট পেট্রল টিমের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা দ্রুত সুন্দরবনে পালিয়ে যায়। স্মার্ট পেট্রল টিমের দলপতি কৈখালী স্টেশন কর্মকর্তা (এসও) কামরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, মনষা খালে অভিযান চালিয়ে ৬টি নৌকা আটক করে দোবেকী বন অফিসে হস্থান্তর করা হয়েছে।