
এস কে সিরাজ ::
সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের নদীতে ব্যবহার নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার সময় জব্দ করেছেন কৈখালী কোস্টগার্ড সদস্যরা।
শনিবার রাত ২টার দিকে সুন্দরবনে মাদার গাঙ থেকে জাল জব্দ করার সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলে দল পালিয়ে যায়।
কৈখালী কোস্টগার্ড পেটি অফিসার আমীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল অভিযান চালিয়ে ৪লাখ টাকা মূল্যের ২হাজার ৭শত মিটার নিষিদ্ধ ফাইবার জাল জব্দ করে আগুনে বিনষ্ট করা হয়।