
ইব্রাহিম খলিল ও রাহাত রাজা :
চাঁদা আদায়ের লক্ষ্যে জলদস্যুদের হাতে জিম্মি দশ মৌয়ালকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাচিকাটা থেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
শুক্রবার দিনভর অভিযান চালিয়ে তাদেরকে দুটি নৌকাসহ উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের সাতক্ষীরাস্থ কৈখালি ক্যাম্প ইন চার্জ ওমর ফারুক জানান তাদের কাছে অভিযোগ আসে যে গভীর সুন্দরবনে মধু ভাঙ্গতে যাওয়া দশজন মৌয়ালকে জলদস্যুরা জিম্মি করে রেখেছে। তাদের কাছ থেকে মাথা প্রতি ২০ হাজার টাকা হিসাবে দুই লাখ টাকা আদায়ের জন্য চাপ দেওয়া হচ্ছে। তাদেরকে মারপিট করা হচ্ছে বলেও জানান তিনি। তিনি জানান ‘আমরা খবর পেয়ে দ্রুত বনের কাচিকাটা এলাকায় অভিযানে যাই। এ সময় আমাদের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা মৌয়ালদের ফেলে রেখে পালিয়ে যায়’।
তিনি জানান সন্ধ্যায় দুটি নৌকাসহ তাদেরকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলেন আমিনুর , মিজানুর রহমান , কবির , রতন, মোজাম্মেল, কাশেম , রেজাউল, শাহিনুর, রহিম ও খোকন । তাদের সবার বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সাপখালি গ্রামে বলে জানান তিনি।