
ইব্রাহিম খলিল :
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বনদস্যু মুন্না ও জোনাব বাহিনীর মধ্য ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। তবে, এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পশুরখালের মুখে এ ঘটনা ঘটে।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি ঘটনাটি শুনে বৃহস্পতিবার সকালে সেখানে বনপ্রহরী পাঠিয়েছেন। রাতে ৫০-৬০টি গুলির শব্দ শুনেছেন বলে তাকে বনবিভাগের কলাগাছি ফাড়ি থেকে অবগত করা হয়েছে।
কয়েকজন জেলে নাম প্রকাশ না করার শর্তে জানান, বুধবার গভীর রাতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছি টহল ফাঁড়ি থেকে দেড় কিলোমিটার দক্ষিণে পশুরখালের মুখে বনদস্যু মুন্না বাহিনী ও জোনাব বাহিনীর মধ্য আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে বন্দুকযুদ্ধ হয়। ঘণ্টাব্যাপী এ বন্দুকযুদ্ধে তারা শতাধিক গুলির শব্দ শুনতে পায়।
এদিকে, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন।