
খন্দকার আনিসুর রহমান :
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুন্দরবনের পশ্চিম বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের ছোট কলাগাছিয়ার তেরকাঠি নামক স্থানে সোমবার গোভীর রাতে বনদস্যু আমির আলি ও জোনাব বাহিনীর মধ্যে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।
এঘটনায় উভয় পক্ষের মধ্যে শতাধিক রাউন্ড গুলিবিনিময় হয়েছে। তবে এ রিপোট লেখা পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। সুন্দরবন থেকে ফিরেআসা জেলেরা জানান, দীর্ঘদিন যাবত আমির আলি ও জোনাব বাহিনী সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগর উপজেলার সুন্দরবন উপকুলীয় এলাকার কলাগাছিয়া, পশুরতলা, ধানঘোরা, তেরকাঠি, খোলসে বুনিয়া, বাদুড়ঝুলি, মালঞ্চ নদী সংলগ্ন টাটভারানি, চালতে বাড়িয়া সহ চুনকুড়ি এলাকায় সার্বক্ষনিক দাপটিয়ে চলেছে।
তারা প্রতিনিয়ত জেলেদের জিম্মিকরে মুক্তিপন আদায় করে থাকে। গত সোমবার রাতে ছোট কলাগাছিয়া এলাকায় আমির আলি বাহিনী জেলেদের আটক করার সময় উক্তস্থানে জোনাব বাহিনী উপস্থিত হলে উভয় বাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।
এবিষয়ে বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা ফরেষ্টার গোলাম মোস্তফা জানান, ঘটনাটি ঘটেছে বলে তিনি শুনেছেন তবে বিস্তারিত কিছু জানাতে পারেননি।