সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ নয়ন বাহিনীর প্রধান নিহত


373 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ নয়ন বাহিনীর প্রধান নিহত
ডিসেম্বর ২৩, ২০১৫ জাতীয় ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
পূর্ব সুন্দরবনের বাগেরহাটের শরণখোলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু নয়ন বাহিনীর প্রধান ছগির ভান্ডারি নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ৫টি দেশি বন্দুক ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বুধবার ভোর৬টার দিকে শরণখোলা রেঞ্জের পানিরঘাট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাব-৬ খুলনার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি রফিকুল হক জানান, গোপন সূত্রে খবর পেয়ে ভোর ৬টার দিকে র‌্যাবের একটি দল সুন্দরবনের পানেরহাট এলাকায় অভিযান চালায়। জলদস্যু নয়ন বাহিনীর সদস্যরা র‌্যাব সদস্যদের ওপর গুলিবর্ষণ করলে তারাও পাল্টা গুলিবর্ষণ করে। উভয়পক্ষের মধ্যে প্রায় ১৫ মিনিট ধরে গুলি বিনিময় হলেও ছগির ভান্ডারি গুলিবিদ্ধ হন।

পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছগির ভান্ডারি মারা যায়।

তিনি আরও জানান, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ৫টি দেশি-বিদেশি অস্ত্র ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।