সুন্দরবনে মুক্তিপণের দাবীতে ১৩ জেলেকে অপহরণ করেছে বনদস্যু বাকী বাহিনী


498 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সুন্দরবনে মুক্তিপণের দাবীতে ১৩ জেলেকে  অপহরণ করেছে বনদস্যু বাকী বাহিনী
জুলাই ৭, ২০১৫ খুলনা বিভাগ
Print Friendly, PDF & Email

খুলনা প্রতিনিধি :
সুন্দরবনের ঝাপসি ও ভদ্রা এলাকা থেকে মুক্তিপণের দাবীতে ১৩ জেলেকে অপহরণ করেছে বনদস্যু বাকী বিল্লাহ বাহিনী। জেলে-মহাজন সূত্র জানায়, সোমবার ভোরে পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের (মংলা) ঝাপসী ও ভদ্রা এলাকায় মাছ ধরছিল জেলেরা। এ সময় জেলে বহরে অতর্কিত হামলা ও লুটপাট চালায় বনদস্যু বাকী বিল্লাহ বাহিনী। পরে দস্যুরা মুক্তিপণের দাবীতে বিভিন্ন নৌকা থেকে ১৩ জেলেকে অপরহণ করে বনের গহীনে নিয়ে যায়। সোমবার দুপুরে সেখান থেকে ফিরে আসা জেলেরা জানায়, অপহৃত জেলেদের কাছে মুক্তিপণ বাবদ ২০ হাজার টাকা করে দাবী করেছে ডাকাতরা। এছাড়া দস্যুরা জেলেদের মারধর করে জাল ও মাছসহ অন্যান্য মালামাল লুটে নেয়। এদিকে বনদস্যু শিপন বাহিনীর কাছে জিম্মি থাকা দুই জেলেকে রবিবার সন্ধ্যায় সুন্দরবনের হাড়বাড়িয়া এলাকা উদ্ধার করেছে র‌্যাব ও কোস্ট গার্ডের যৌথ বাহিনী।