
এস কে সিরাজ,শ্যামনগর :
বনদস্যু জোনাব বাহিনী সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আংরাকোনা নামক স্থান থেকে মঙ্গলবার রাতে ৫০ হাজার টাকা মুক্তিপনের দাবীতে বাদশা সানা(৪০) নামের এক জেলেকে অপহরন করেছে । সে শ্যামনগর উপজেলার সোরা গ্রামের গোলাম সানার ছেলে ।
বুধবার বন থেকে ফিরেআসা জেলে রহমত আলী জানান, সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী অফিস থেকে গত ৬ জুলাই সুন্দরবনের আংরাকোনা এলাকায় কাকড়া ধরার এক পর্য্যায় ৫০ হাজার টাকা মুক্তিপনের দাবীতে জেলে বাদশা সানাকে অপহরন করা হয় । ৩ দিনের মধ্যে জোনাব বাহিনী দাবীকৃত টাকা পরিশোধ করার হুমকি দিয়েছে। অপহৃত জেলেকে পরিবারের পক্ষ থেকে তাকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানা গেছে । শ্যামনগর থানার অফিসার ইনচার্জ ইনামুল ইসলাম জানান, জেলে অপহরনের বিষয় থানায় কেউ লিখিত অভিযোগ করেনি । অভিযোগ পেলে উদ্ধারের জন্য ব্যবস্থা নেয়া হবে।