
অনলাইন ডেস্ক ::
সুন্দরবনের দুবলার চরে আজ বুধবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী রাসমেলা। এ রাসমেলায় পুণ্যার্থী ও পর্যটকদের যাওয়া-আসার ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া সুন্দরবনের বন্যপ্রাণী নিধন ও বনজসম্পদ পাচার রোধে টহল ও তল্লাশি জোরদার করা হয়েছে।
রাসমেলা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, ১৯২৩ সালে ঠাকুর হরিচাঁদের অনুসারী হরিভাজন নামে এক সাধক দুবলার চরে পূজা ও রাসমেলা শুরু করেছিলেন। প্রতিবছর ঐতিহ্যবাহী এ মেলায় ভিড় জমান লক্ষাধিক সনাতন ধর্মাবলম্বী ও পর্যটক। পাপ মোচনের আশায় ভোরে পূর্ণিমার জোয়ারের পানিতে পুণ্যস্নান করেন সনাতন ধর্মাবলম্বীরা।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের সাবেক সভাপতি মো. ফারুক জানান, ট্যুর অপারেটরদের মাধ্যমে অনেক পর্যটক রাস উৎসবে যোগ দিতে ইতিমধ্যে সুন্দরবনে রওনা দিয়েছেন। তারা দুবলার চরে রাসমেলার পাশাপাশি পর্যটকদের কটকা ও কচিখালি এলাকা ঘুরিয়ে দেখান।