
এস কে সিরাজ, শ্যামনগর :
রোববার সন্দ্ধায় সুন্দরবনের অভয়ারণ্য পুষ্পকাটীর নিষিদ্ধ এলাকায় অনু প্রবেশ করে মাছ ধরার অপরাধে বন বিভাগের স্মাট টিম অভিযান চালিয়ে ২০ হাজার টাকার সাদা মাছ সহ ৬ জেলেকে আটক করেছে। আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার দাতিনাখালী গ্রামের শফিকুল ইসলাম(৫৫), বুলবুল(৩৫), আলমগীর(৩০), রবিউল ইসলাম(৩৩), মতিউর রহমান(৩৫)। আটককৃতদের বিরুদ্ধে পুষ্পকাটী টহল ফাড়ীর ওসি শাহাজান আলী বাদী হয়ে বন আইনে মামলা করেছেন।