
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে ‘বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন’ এই স্লোগানে ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম এই প্রতিযোগিতা ও শোভাযাত্রার আয়োজন করে।
কুইজ প্রতিযোগিতায় মনিরুজ্জামান রকি, এসএম জান্নাতুল নাইম, হামিদ রহমান যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে।
পরে অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ইউপি সদস্য জিএম মুনসুর আলম। আরো উপস্থিত ছিলেন সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিমের সভাপতি মারুফ হোসেন মিলন, ইশ্বরীপুর ইউনিট প্রধান জসবন্ধু কয়াল, গবেষণা প্রতিষ্ঠান বারসিকের কর্মকর্তা মননজয় মন্ডল ও রামকৃষ্ণ জোয়ারদার।
সুন্দরবন দিবসের এই কর্মসূচিতে ঈশ্বরীপুর এ সোবহান মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়, রমজান নগর ইউনিয়ন তোফাজ্বেল বিদ্যাপীঠের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়। ##