
খুলনা প্রতিনিধি :
সুন্দরবন রক্ষায় কনভেনশন প্রস্তুতি কমিটির উদ্যোগে শনিবার নগরীর উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘সুন্দরবন রক্ষায় কনভেনশন’ অনুষ্ঠিত হবে।
কনভেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল। উদ্বোধন করবেন তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষার জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী, সচিত্র প্রতিবেদন উপস্থাপন করবেন বাপার যুগ্ম-সম্পাদক শরীফ জামিল। প্রবন্ধ উপস্থাপন করবেন বেলা খুলনার সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল।
আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব ডা. আব্দুল মতিন, পানি বিশেষজ্ঞ প্রকৌশলী ম. এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান, সিডিপির নির্বাহী পরিচালক সৈয়দ জাহাঙ্গীর হাসান মাসুম, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সংগঠক সরদার রুহিন হোসেন প্রিন্সসহ জাতীয় পর্যায়ের পরিবেশবাদী ও সুন্দরবন বিষয়ে বিশেষজ্ঞ এবং স্থানীয় নেতারা। কনভেনশনে সভাপতিত্ব করবেন কনভেনশন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আ ফ ম মহসীন।
কনভেনশন প্রস্তুতি কমটির সদস্য সচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার যথাসময়ে সংশ্লিষ্ট সকলকে কনভেনশনে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।