
এস কে সিরাজ,শ্যামনগর ::
শ্যামনগর উপজেলায় গাবুরা ইউনিয়নে কপোতক্ষ নদী সংলগ্ন পাউবো বাধে ভায়াবহ ভাঙ্গন সৃষ্টি হয়েছে। নদীতে প্রবল স্রোতের কারনে ক্রমশ ভাঙ্ন বৃদ্ধি পাচ্ছে বলে স্থানীয়রা জানান।
গাবুরা ইউপি চেয়ারম্যান আলী আযম টিটো বলেন, ইউনিয়নের পার্শে¦মারী টেকের মাথায় পাউবো বাধে ৩ শত ফুট ব্যপি নদীতে ধসে গেছে। পাউবো কর্তৃপক্ষকে বারবার তাগিদ দেওয়ার পরও অদ্যবধি কাজের কাজ কিছুই হয়নি। যে কোন মুহুর্তে ক্ষতিগ্রস্থ স্থান নদীতে বিলীন হয়ে জানমালের ব্যপক ক্ষয়ক্ষতি সম্ভাবনা আছে। এ বিষয়ে পাউবো সেকশন অফিসার (এসও) মাসুদ রানা বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়।##