সেই দুই আম্পায়ার আজও!


603 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সেই দুই আম্পায়ার আজও!
মার্চ ১৮, ২০১৮ খেলা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
নিদাহাস ট্রফির ফাইনালে ওঠার ম্যাচে ‘নো’ বল নিয়ে গণ্ডগোল লাগিয়ে দেওয়া সেই দুই আম্পায়ার আজও ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন। তবে তাদের মধ্যে একজন থাকবেন টিভি আম্পায়ার হিসেবে আর অন্যজন থাকবেন মাঠের দায়িত্বে।

শুক্রবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচে শ্রীলংকা শেষ ওভারে পরপর দুটি বাউন্স বল দিলেও ‘নো’ দেন নি মাঠে থাকা শ্রীলংকার দুই আম্পায়ার। তাদের মধ্যে রাভেন্দ্র উইমালাশ্রী আজ দায়িত্বে থাকবেন টিভি আম্পায়ারের। আর সে দিনের টিভি আম্পায়ার রানমোর মার্টিনেজ আজ থাকবেন মাঠ আম্পায়ারের দায়িত্বে। এছাড়া গত ম্যাচে মাঠে থাকা দুই আম্পায়ারের অপরজন রুচিরা পালিয়াগুরুরে আজও ম্যাচ পরিচালনার দায়িত্বে আছেন।

শ্রীলংকার বিপক্ষে ম্যাচে ক্রিস ব্রড ম্যাচ রেফারি ছিলেন। এ ছাড়া বাকি চার আম্পায়ারই ছিলেন শ্রীলংকার। আজও ক্রিস ব্রড ম্যাচ রেফারির দায়িত্বে আছেন।শুক্রবারের ম্যাচে রিজার্ভ আম্পায়ার হিসেবে থাকা আরেক শ্রীলংকান আম্পায়ার ল্যান্ডল হ্যানিবল আজও রিজার্ভ আম্পায়ার আছেন।