সেন্টমার্টিনে ২৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার


340 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সেন্টমার্টিনে ২৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার
মার্চ ১০, ২০১৮ জাতীয় ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে অভিযান চালিয়ে পাঁচ লাখ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছেন কোস্টগার্ড সদস্যরা; উদ্ধার ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২৫ কোটি টাকা। তবে এসময় কেউ আটক হননি।

শনিবার দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফয়জুল ইসলাম মণ্ডল।

তিনি বলেন, ‘মিয়ানমার থেকে একটি ইয়াবার বড় চালান এনে পাচারকারীরা সেন্টমার্টিনে রেখেছে—এমন গোপন সংবাদে আমিসহ কোস্টাগার্ডের একটি দল শনিবার সকালে দ্বীপের পশ্চিমপাড়ার ঝাউবাগান সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করি। কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ঝাউবাগানের ভেতর থেকে আড়াই বস্তা ইয়াবা উদ্ধার করা হয়। ওই বস্তার ভেতর থেকে পাঁচ লাখ পিস ইয়াবা পাওয়া যায়; যার মূল্য ২৫ কোটি টাকা।’

ইয়াবা উদ্ধারের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।