
বয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
‘বি’ গ্রুপের শেষ ম্যাচে নেপালের কাছে হেরে যাওয়ায় গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারে উঠল আফগানিস্তান। ম্যাচটি ১-০ গোলে হারে আফগানরা।
সিলেট জেলা স্টেডিয়ামে শুক্রবারের ম্যাচে ৪৮তম মিনিটে নেপালের কেসিটিজ রাজ একমাত্র গোলটি করেন। এই জয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন নিশ্চিত হয় নেপাল।
অপর সেমি-ফাইনালে ‘এ’ গ্রুপের রানার্সআপ ভারতের মুখোমুখি হবে নেপাল।
শ্রীলঙ্কাকে হারিয়ে সাফের এই আসর শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ২-১ গোলে জিতে। টানা দুই জয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেরা চারে ওঠে মোহাম্মদ শাওনের দল।
সিলেট জেলা স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের রানার্সআপ আফগানিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশের সেমি-ফাইনালটি হবে রোববার। একই দিনে ও একই মাঠে নেপাল ও বর্তমান চ্যাম্পিয়ন ভারতের খেলা হবে।
নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে হারিয়েছিল নেপাল। দুই ম্যাচে ছয় পয়েন্ট সেমি-ফাইনালে উঠেছে তারা।– বিডিনিউজ