
ভেয়স অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
সৌদি আরবে চলতি বছর এ পর্যন্ত ১৮জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মক্কায় অবস্থানরত বাংলাদেশ হজ মিশনের আইটি বিভাগ মৃতের সংখ্যা নিশ্চিত করেছে। এদের মধ্যে ১৫জন পুরুষ ও ৩ জন নারী। এদের মধ্য মক্কায় ১২ জন আর মদিনায় ৬ জন মারা যান। মৃতের বেশিরভাগই বার্ধক্যজনিত কারণে মারা যান।
মৃতরা হলেন-জামালপুর জেলার মোঃ জহরুল হক (৬১), ময়মনসিংহ জেলার মোঃ আব্দুল জলিল (৮৭), ঢাকার রমনা এলাকার বাহরুল হোসাইন (৬৯), কুমিল্লা জেলার মো. সোহেল আহমেদ (৩৬), মাদারীপুর জেলার মোঃ হামেদ হাওলাদার (৬৬) , ঢাকা জেলার বদিউজ্জামান (৬২) , কিশোরগঞ্জ জেলার মোঃ আব্দুল আসেন (৬৯), বগুড়া জেলার মনিকা মুস্তারি আরজু (৪৩), নরসিংদী জেলার আব্দুর রহমান মিয়া (৬৫), চট্টগ্রাম জেলার লায়লা বেগম (৭২), গাইবান্ধা জেলার মোসাম্মৎ মারুফা শায়লা (৩৭), নওগাঁ জেলার মোহাম্মদ আফজাল হোসেন (৭৯), যশোর জেলার মোহাম্মদ আতিয়ার রহমান (৭৭), কুমিল্লা জেলার মোহাম্মদ গাজী রহমান (৭৭), শেরপুর জেলার মোহাম্মদ কাজিম উদ্দিন (৫৯), দিনাজপুর জেলার মোহাম্মদ আমবার আলী (৫২), ঢাকার শাহজাহানপুরেরমীর লিয়াকত আলী (৬১) ও কুমিল্লা জেলার সফিকুল ইসলাম (৬৫)।—সুত্র:-বাংলাদেশ প্রতিদিন।