
নাজমুল হক: টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, স্বচ্ছ রাজনীতিকরা কোণঠাসা হয়ে পড়ছেন। এজন্য রাজনীতি অরাজনৈতিকদের হাতে চলে যাচ্ছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত ‘স্থানীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন, সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি প্রতিরোধে চারটি উপাদান সবচেয়ে জরুরি। এগুলো হলো রাজনৈতিক সদিচ্ছা, দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনা, সংশ্লিস্ট প্রতিষ্ঠানগুলো কার্যকর করা ও দুর্নীতির বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানো।
সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি প্রফেসর ড. দিলারা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাদছছের হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এএনএম মাইনুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. মতিউর রহমান, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান প্রমুখ।
##