
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ ৩১ মার্চ শনিবার সকাল ১০টায় সাতক্ষীরার দেবহাটা ও কালিগঞ্জে আসছেন। তিনি ঢাকা থেকে হেলিকাপ্টার যোগে দেবহাটা বালিকা বিদ্যালয় মাঠে অবতরন করবেন। তিনি প্রধান অতিথি হিসাবে দেবহাটায় নবনির্মিত থানা ভবনের শুভ উদ্বোধন করবেন। সেখান থেকে সড়ক পথে খানজিয়া হয়ে কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়ে চ্যানেল আই এর স্বর্ণ কিশোরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। বেলা ১টায় নলতা শাহী জামে মসজিদে নামাজ আদায় ও নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনে আপ্যায়ন ও অবস্থান করবেন। বিকালে দেবহাটা আওয়ামীলীগের আয়োজনে দেবী শহর ফুটবল মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সেখান থেকে জনসভা শেষে শ্যামনগর উপজেলা মুঞ্জিগঞ্জ রিসোর্স সেণ্টারে রাত্রি যাপন এবং পরের দিন নদী পথে সুন্দর বন ভ্রমন করবেন বলে জানাগেছে। এদিকে স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাতক্ষীরায় সফর কে কেন্দ্র করে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহন করা হয়ছে। গত মঙ্গলবার নলতায় স্বারাষ্ট্রমন্ত্রী আগমন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডাঃ আ.ফ.ম রুহুল হক, জেলা আওয়ামীলীগের সভাপতি মনসুর আহম্মদ, জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ সুবীর দত্ত জানান স্বররাষ্ট্রমন্ত্রী‘র আগমন উপলক্ষে ব্যাপক নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
###
মৌতলা ইউনিয়ন দূর্নীতি
প্রতিরোধ কমিটির শপথ গ্রহন
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ
কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান ৩০ মার্চ বিকাল সাড়ে ৪ টায় পানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মৌতলা ইউনিয়ন দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ওয়াসিউদ্দিন বাবুর সভাপতিত্বে শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির (ভারপ্রাপ্ত) সভাপতি মোস্তাফা আক্তারুজ্জামান পল্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহীম, সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সদস্য শেখ আনোয়ার হোসেন, অবরস প্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুর রউফ, প্রাক্তন ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল হামিদ, মৌতলা ইউনিয়ন দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আমিনুর ইসলাম, সদস্য রাশিদুল ইসলাম, দিলরুবা সুলতানা, আফসার আলী প্রমুখ। পরে মৌতলা ইউনিয়ন দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির (ভারপ্রাপ্ত) সভাপতি মোস্তাফা আক্তারুজ্জামান পল্টু। দূর্নীতির বিরুদ্ধে গনজাগারণ সৃষ্টিকরে সকলকে ঔক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।
###
ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া
প্রতিযোগীতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
কালিগঞ্জ উপজেলার ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে ৮৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সজল মুখার্জির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ সুবীর দত্ত, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, ডি.আর.এম ইউনাইটেড কলেজের অধ্যক্ষ আবুল বাসার, বিদ্যুৎসাহী সদস্য এ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুল, ধলবাড়িয়া ইউপি সদস্য আব্দুর রব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব কুমার ঘোষ। আলোচনা সভা শেষে স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক শেখ শামিম-উর রহমান। অনুষ্ঠানে স্কুল ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক ও গ্রাম বাসি উপস্থিত ছিলেন।
মৌতলা কৃষকলীগের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ
বাংলাদেশ কৃষকলীগ মৌতলা ইউনিয়ন শাখার আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিলো সকালে কৃষকলীগের সকল সদস্যদের উপস্থিতিতে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, মৌতলা ইউনয়ন কৃষকলীগের সভাপতি আব্দুল আজিজ শেখের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আকবার আলী হাওলাদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি রফিক সাহাজী, সহ-সম্পাদক আব্দুস সবুর প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শান্তি চরণ রায়, শুসান্ত রায়, মাষ্টার ফটিক দেবনাথ, জিয়াদ মোড়ল, দুলাল চন্দ্র প্রভূ প্রমুখ। অনুষ্ঠানে মৌতলা ইউনিয়ন কৃষকলীগের নেতবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিগর্ব উপস্থিত ছিলেন।