
অনলাইন ডেস্ক ::
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে বউ-শাশুড়ি নিহত হয়েছেন।
শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে কোটালীপাড়া-রাজৈর সড়কের কোটালীপাড়া উপজেলার দেবগ্রাম গুচ্ছ গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিতরা হলেন-কোটালীপাড়া উপজেলার ভুতুড়িয়া মোল্লাবাড়ি গ্রামের নাঈম মোল্লার স্ত্রী মানসুরা বেগম (২০) ও মানসুরা বেগমের শাশুড়ী মুর্শিদা বেগম (৫৫)।
কোটালীপাড়া থানার ওসি মো. কামরুল ফারুক বলেন, নাঈম মোল্লা স্ত্রী মানসুরা বেগম ও মা মুর্শিদা বেগমকে নিয়ে মোটর সাইকেলে করে ভুতুরিয়া গ্রামরে বাড়ি থেকে বাগেরহাটের মোল্লাহাটে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তাদের মোটর সাইকেল দেবগ্রাম পৌঁছলে বিপরীত দিক থেকে আসা টমটমের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মানসুরা ও মুর্শিদা মারা যান। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপতাল মর্গে পাঠানো হয়েছে।