
অনলাইন ডেস্ক ::
দুঃসময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামির। সম্প্রতি তার বিরুদ্ধে স্ত্রী হাসিন জাহানের করা বিভিন্ন অভিযোগ নিয়ে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে শামিকে।
শুধু তাই নয়, স্ত্রীর করা ম্যাচ গড়াপেটার অভিযোগে বাদ পড়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি থেকে। পরে তদন্ত শেষে অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় বোর্ডের চুক্তিতে জায়গা ফিরে পেয়েছেন তিনি।
কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না শামির। রোববার সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়েছেন তিনি।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেরাদুন থেকে দিল্লি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি। এসময় তার মাথায় আঘাত লেগেছে। আঘাতের কারণে মাথায় দশটি সেলাই পড়েছে। বর্তমানে দেরাদুনেই বিশ্রাম নিচ্ছেন তিনি।
জি নিউজ জানিয়েছে, বোর্ডের ক্লিনচিট পাবার পর নিজেকে শারীরিক এবং মানসিকভাবে চাঙ্গা করতে দেরাদুনের অভিমন্যি ক্রিকেট অ্যাকাডেমিতে বিশেষ অনুশীলন শুরু করেছিলেন শামি। সকালে সেখান থেকেই আইপিএলে নিজের দল দিল্লি ডেয়ার ডেভিলসের অনুশীলনে যোগ দিতে দিল্লি যাচ্ছিলেন সামি। তখনই এই দুর্ঘটনা ঘটে। পথে একটি ট্রাক শামিসহ তিনটি গাড়িতে ধাক্কা দেয়।