
পাটকেলঘাটা প্রতিনিধি :
পাটকেলঘাটার মির্জাপুর দুটিবাসের মুখোমুখি সংঘর্ষে আহত বিলকিছ বেগম রবিবার মারা গেছে। প্রসঙ্গত গত মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার মির্জাপুর বাজার নামকস্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। গত এক সপ্তাহ চিকিৎসার পর অসহায় মনিরামপুর বাইগিরি গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী বিলকিছ বেগম(২২) শনিবার সন্ধায় মারা যায়। পারিবারিক সুত্রে জানাগেছে চিকিৎসার টাকা যোগাড় করতে না পেরে হাসপাতাল থেকে বাড়ী ফিরে এসে সে মারা যায়। রবিবার তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।