
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
হবিগঞ্জের বাহুবল উপজেলায় পাঁচ দিন আগে নিখোঁজ চার শিশুর লাশ পাওয়া গেছে বিল এলাকায় মাটিচাপা দেওয়া অবস্থায়।
জেলার পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র জানান, বুধবার সকালে উপজেলার সুন্দ্রাটেকি গ্রামের ঈসা বিল এলাকায় মাটির স্তূপের নিচে লাশের অংশ বেরিয়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় বলে ওসি মোশাররফ হোসেন জানান।
খবর পেয়ে সিলেট পুলিশের ডিআইজি মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। হত্যাকারীদের ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন তিনি।
এই চার শিশু হলো- স্থানীয় আবদাল মিয়ার ছেলে মনির মিয়া (৭), ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) এবং আব্দুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০)।
এদের মধ্যে মনির সুন্দ্রাটেকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে এবং তার দুই চাচাতো ভাই শুভ ও তাজেল একই স্কুলের দ্বিতীয় ও চতুর্থ শ্রেনিতে পড়ত। আর তাদের প্রতিবেশী ইসমাইল ছিল সুন্দ্রাটেকি মাদ্রাসার ছাত্র।
গত শুক্রবার বাড়ির পাশের মাঠে খেলতে যাওয়ার পর নিখোঁজ হয় এই চার শিশু। অনেক খোঁজাখুঁজির পর তাদের সন্ধান না পেয়ে শুক্রবার রাতে উপজেলার সব এলাকায় মাইকিং করেন স্বজনরা।
পরে শুভর বাবা ওয়াহিদ মিয়া শনিবার দুপুরে বাহুবল মডেল থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করেন।
হবিগঞ্জের অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট ইমরান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে লাশ পাওয়ার খবর পেয়েই একজন নির্বাহী মেজিস্ট্রেট এবং বাহুবলের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়।”
পুলিশ সুপার জয়দেব ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, চার শিশুকে অন্য কোথাও হত্যার পর লাশ সেখানে এনে মাটি চাপা দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে তাদের কখন হত্যা করা হয়েছে তা ডাক্তারি পরীক্ষা ছাড়া বলা সম্ভব নয় বলে জানান তিনি।
“প্রাথমিকভাবে এটা শত্রুতা থেকে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। পরিবারের সঙ্গে কথা বলে বিস্তারিত জানতে পারব।”
দ্রুত তদন্তের মাধ্যমে হত্যাকারীদের ধরা হবে বলে আশ্বাস দেন পুলিশ সুপার।