
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
হিলারি ক্লিনটনের ব্যক্তিগত সার্ভার থেকে নেয়া ইমেইলের শেষ প্রস্থ সোমবার প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দফতর।
মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
হিলারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকালে ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে সমালোচনার মুখে পড়েন। বিশেষ করে বিরোধী রিপাবলিকানরা বিষয়টিকে লুফে নেন। বিতর্কের কারণে তার ব্যক্তিগত সার্ভার থেকে ইমেইল নিয়ে এ পর্যন্ত ৫২ হাজার পৃষ্ঠা প্রকাশ করা হয়েছে। সর্বশেষ প্রকাশ করা হলো ৩ হাজার ৮শ’ পৃষ্ঠা।
৬৮ বছরের হিলারি আশা করছেন, সরকারি ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার না করায় যে ক্ষোভ তৈরি হয়েছে এর মধ্য দিয়ে তা প্রশমিত হবে।
তবে হিলারির ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার জাতীয় নিরাপত্তার জন্য কোনো হুমকি তৈরি করেছে কিনা কেন্দ্রীয় তদন্তকারীরা তা খতিয়ে দেখছেন।
হিলারি ক্লিনটন চলতি বছর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন। তার ব্যক্তিগত ইমেইল ব্যবহারের বিষয়ে তীব্র সমালোচনা মুখর রিপাবলিকান দল।
পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কারবি বলেন, সর্বশেষ ৩ হাজার ৮শ’ পাতার ইমেইল প্রকাশ করা হয়েছে। এ নিয়ে মোট সংখ্যা দাঁড়ালো ৫২ হাজারে।
হিলারির সরকারি অ্যাকাউন্টের পরিবর্তে ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্ট ব্যবহারের বিষয়টি গত বছর সামনে আসলে বিরোধীরা সমালোচনা মুখর হয়ে ওঠে। তারা বলছেন, হিলারি সম্ভবত অবৈধ কিছু আড়াল করার জন্যই ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহার করেছেন।
তবে হিলারি তা নাকচ করে বলেছেন, একটি ইমেইলেও গোপনীয় কিছু নেই।