
অনলাইন ডেস্ক ::
উল্লাপাড়ায় কানে হেড ফোনে লাগিয়ে মোবাইলে গান শুনতে শুনতে রেললাইন ধরে হাঁটার সময় বাবুল হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেললাইনের উল্লাপাড়া স্টেশনের কাছে শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
হেডফোনের বলি স্কুলছাত্র
বাবুল ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং খন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলো।
ওই বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ইউসুফ আলী মন্টু জানান, ঘটনার সময় বাবুল কানে হেড ফোন লাগিয়ে মোবাইলে গান শুনতে শুনতে রেলপথ ধরে স্কুলে যাচ্ছিলো। পেছন থেকে আসা নীলফারামীগামী আন্তঃনগর নীল সাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
বাবুলের মৃত্যুর খবর স্কুলে পৌঁছালে সহপাঠীরা কান্নায় ভেঙ্গে পড়ে।
সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি সাইদ ইকবাল জানান, লাশটি উদ্ধার করা হয়েছে।